দক্ষিণবঙ্গ

দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী

Thursday, January 2, 2020

/ by krishaksetu Bangla


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২ জানুয়ারি 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  মিথ্যাবাদী  বলে  কটাক্ষ করলেন রাজ্যের
গ্রন্থাগার মন্থ্রী  সিদ্দিকুল্লাহ চৌধুধী। এনআরসি ও সিএএ এর বিরোধীতায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের  মেমারির নুতন বাসস্ট্যান্ডে জমিয়ত উলেমায়ে হিন্দের  জনসভা অনুষ্ঠিত হয় ।  সেই সভার প্রধান বক্তা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন , ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন ভারতে ডিটেনশন ক্যাম্প একটাও নেই ।একথা যে মিথ্যা তা প্রমান করেদিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ। তিনি জানালেন  গোয়ালপাড়ার ডিটেনশন  ক্যাম্পের জন্য  ৪৬ কোটি টাকা নরেন্দ্র মোদি  তাঁকে  দিয়েছে । এরপর থেকে  আবার প্রধানমন্ত্রী বুক ফুলিয়ে বলছেন “আমি বলিনি” । অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর  বক্তব্য সামনে এনে  সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন,আমাদের দেশের প্রধানমন্ত্রী এত মিথ্য কথা বলেন যা শুনে বাচ্চারাও লজ্যা পায় ।’


মেমারিতে অনুষ্ঠিত  জনসভা মঞ্চ থেকে কেন্দ্রের  বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন সিদ্দিকুল্লাহ ।  তিনি বলেন , দেশের স্বাধীনতা আন্দোলনে বিজেপি  ও আরএসএস  এর কোন আবদান ছিলনা । ওরা ব্রিটিশের দালালি করেগেছে । এই দল এখন দেশটাকে খানখান করেদিতে চাইছে ।  প্রধানমন্ত্রী বলছেন এনআরসি , এনপিআর কিছু হবে না ।  আর ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ‘ চুন চুনকে নিকলায়েঙ্গে । ’  সেইজন্য এখন বলাহচ্ছে আধার কার্ড , ভোটার কার্ড কিংবা অন্য পরিচয় পত্র কিছুই চলবে না ।  সিদ্দিকুলাহ চৌধুরী  প্রশ্ন তোলেন  , তাহলেকি শুধু  লাল গেরুয়া চলবে । একই সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন , বেইমান লোকটা ভারতবর্ষকে খানখান করেদিতে চাইছে ।  কিন্তু ওরা জানেনা এটা পশ্চিম বঙ্গ । এই বাংলা সম্প্রিতির  পিঠস্থান ।এখানে বিভেদ চলবে না ।জনসভা থেকে  সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘোষনা করেন এই সব কিছুর  হিসাব আমরা হিন্দুস্তানীরা চুন চুন কে লেঙ্গে ।  


সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী বলেন ,সিএএ নিয়ে এই রাজ্যের নেতা ও মন্ত্রীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে । তাঁরা মিথ্যা প্রচার চালাচ্ছে ।সত্যটা হল ,কেন্দ্রের সরকার উদবাস্তু ও শরনার্থিদের নাগরিকত্ব  দিতে চাইছে । কারুর নাগরিকত্ব  কাড়তে চাইছে না ।  সিদ্দিকুল্লাহকে পাল্টা কটাক্ষ করে সন্দীপ বাবে বলেন ‘  কম্পিউটার চালু নিয়ে এই রাজ্যের পূর্বতন বাম সরকার একই রকম মিথ্যা অপপ্রচার চালিয়েছিল । এখন সেই কম্পিউটারে ভরসা রেখেই এই রাজ্য ও গোটা দুনিয়ার কর্ম জগৎ চলছে । নাগরিক সংশোধনী  আইন নিয়ে বর্তমান  সরকার যে মিথ্যা প্রচার চালাচ্ছে তার  জবাবদিহিও একদিন নেবে এই রাজ্যেরই মানুষ । 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION