দক্ষিণবঙ্গ

চলন্ত ট্রেনে ধোঁয়া ঘিরে আগুন আতঙ্ক ছড়ালো কালনায়

Saturday, February 15, 2020

/ by krishaksetu Bangla


প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৫ ফেব্রুয়ারি 

চলন্ত ট্রেনের কামরা থেকে ধোঁয়া বেরহতে শুরু করায় আগুন ধরেযাবার  আতঙ্কে আতঙ্কিত হয়েপড়েন যাত্রীরা ।শনিবার দুপুরে ঘটনাাটি ঘটেছে পূর্ব রেলের হাওড়া - কাটোয়া  লোকালে । ট্রেনটি পূর্ব বর্ধমানের কালনা স্টেশানে দাঁড়াতেই আতঙ্কিত যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে ছুটোছুটি শুরু করেদেন। এই পরিস্থিতি দেখেই ট্রেনের সামনে ছুটেযান আরপিএফ আধিকারিকরা। 

খবর পেয়ে স্টেশান আধিকারিকরাও সেখানে পৌছান । ট্রেন দাঁড় করিয়ে রেখে শুরু হয় ধোঁয়ার উৎস খোঁজা । কিছু সময় পরেই জানাযায় ট্রেনের কামরায়  আগুন লাগেনি ।  কালনা জিআরপি ওসি সুজিত হালদার জানিয়েছেন , ব্রেক বাইন্ডিং এর কারনে ধোঁয়া বেরহচ্ছিল । সেই ধোঁয়া  দেখেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন । যান্ত্রিক ত্রুটি সারিয়ে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় । 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION