দক্ষিণবঙ্গ

ভবন বিপদজনক হয়ে পড়ায় পূর্ব বর্ধমানের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে তৈরিহয়েছে অচলাবস্থা

Friday, February 14, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- বন বিপদজন হয়েপড়ার কারণে পঠন পাঠনে অচলাবস্থা তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে।কাটোয়ার ইস্টার্ণ রেলওয়ে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও পূর্বস্থলী কলেজের পড়ুয়ারা তাই এখন আর ক্লাসরুমে ক্লাস করতে পারছেনা।ফের কবে ক্লাসরুমে বসেই পঠন পাঠন সারা যাবে তার উত্তর অজানাই রয়েগেছে পড়ুয়াদের কাছে । 
কর্তৃপক্ষও চাইছেন প্রশাসনিক হস্তক্ষেপে দ্রুত হোক সমস্যার সমাধান । 
কাটোয়া শহরে বর্ধমান-কাটোয়া রোডের পাশে রয়েছে পূর্ব রেলের একটি বড় ভবন। 
১৯৭২ সাল থেকে সেখানেই চলছে কাটোয়া পশ্চিম চক্রের আধীন ইস্টার্ণ রেলওয়ে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।
কাটোয়ার প্রাইমারি স্কুল
বর্তমানে ১১০ জন ছাত্র ছাত্রী পড়াশুনা করে । 
শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৫ জন।বিজ্ঞপ্তি দিয়ে বিপদজনক ঘোষনা করে গত বৃহস্পতিবার রেল দফতর ভবনটি সিল করেদেয়। তার জেরে চরম বিপাকে পড়েযায় খুদে পড়ুয়ারা। ভবনের বারান্দাতে তাঁদের বসিয়ে ক্লাস করাতে বাধ্য হন শিক্ষক শিক্ষিকারা । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিতা বিশ্বাস বলেন , সিল করে দেওয়া বিদ্যালয় ভবন এখন পাহারা দিচ্ছে আরপিএফ । বাধ্য হয়ে ভবনের বারান্দাতে বসেই এদিন পঠন পাঠন চালিয়েনিয়ে যেতে হয় । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আরো জানান,পড়ুয়া সংক্রান্ত অনেক গুরুত্বপূরণ নথিপত্র ভবনের ভিতরে রয়েগেছে । তা পাওয়া না গেলে সমস্যা তৈরি হবে । তাই বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন । 
প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দুরাবস্থায় পড়া প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এমন সিদ্ধান্ত না নেবার জন্য রেল দফতরকে চিঠি দিয়ে তিনি সময় চেয়েছিলেন ।কারণ ওই স্কুলের জন্য ৫ শতক জায়গা পুরসভার পক্ষ থেকে কেনা হয়েগেছে । সেই জায়গাতে নতুন স্কুল ভবন গড়তে একটু সময় লাগবে ।খুদে পড়ুয়াদের স্বার্থে সেই সময়টুকুও রেল দফতর যাতে দেয় তার জন্য এদিন ফের তিনি আবেদন জানিয়েছেন । ’
পূর্বস্থলী কলেজ
রেলের কাটোয়া স্টেশন ম্যানেজার অরুপ সরকার বলেন , “বিজ্ঞপ্তি দিয়ে রেলদফতর আগেই স্কুল ছাড়তে বলেছিল । তার কারণ স্কুল ভবনের ভিতরে দেওয়াল ও ছাদে বড় বড় বটগাছ গজিয়ে গেছে । সেইসব গাছের শিকড় বিস্তার করায় বিদ্যালয়ের ছাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যেকোনো সময় বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। সেই আশঙ্কায় বৃহস্পতিবার ডিভিশনাল অথরিটির নির্দেশে স্কুলের প্রধান দরজায় তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয়। তবে বিধায়কের অনুরোধ মেনে ছয় মাসের সময়সীমা দিয়ে শুক্রবার সিল করেদেওয়া ভবনের দরজা খুলে দেওয়া হয়েছে ।”এদিন বিদ্যালয়ে পৌছো দেখাযায় বিপদজনক ঘরে ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন । 

অন্যদিকে নির্মানকাজে ত্রুটির কারণে কালনা মহকুমার পূর্বস্থলী কলেজের নতুন ক্লাস রুমেও ফাটল দেখা দিয়েছে। ক্লাসরুম ভোঙে পড়তে পাড়ে এমন আতঙ্কে ওই ক্লাসরুমে ক্লাস করতে চাইছে না পড়ুয়ারা । তার জেরে কলেজে পঠন পাঠনে অচলাবস্থা তৈরী হয়েছে। কলেজের ছাত্র সাহেল সেখ , সুধীর দাস প্রমুখ বলেন ,ফাটল মেরামতি না হওয়া পর্যন্ত তাঁরা ওই ক্লাসরুমে ঢোকা নিরাপদ মনে করছেন না । মেরামতি না হওয়া পর্যন্ত ওইসব ক্লাসরুমে তাঁরা কেউ ক্লাস করবেন না । কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাগেছে , পড়ুয়া সংখ্যা বাড়ায় ২০১৭ সালে ৫ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে কলেজের চতুর্থ তলো নতুন ক্লাসরুম তৈরি করা হয় । নির্মান কাজে ত্রুটির কারণে সেইসব ক্লাসরুমে ফাটল দেখাদিয়েছে ।বিপদের আশঙ্কায় পড়ুয়ারা ওইসব ক্লাসরুমে ঢুকতে চাইছে না।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুচন্দ্রা নিয়োগী বলেন , উদ্ভুত ঘটনার বিষয়টি তিনি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছেন । 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION