দক্ষিণবঙ্গ

গোলি মারো শালোকো শ্লোগান ফের দিলেই যোগ্য জবাব মিলেযাবে - হুঁশিয়ারি অনুব্রতর

Sunday, March 1, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় )মিত শাহর সভায় যোগদানকারী বিজেপি কর্মীরা রবিবার দিল্লির কায়দায় কলকাতাতেও   ‘গোলি মারো শালোকো ’শ্লোগান দিয়ে মিছিল করে।আর সেই শ্লোগান নিয়েই এখন ঝড় বইছে রাজ্য রাজনীতিতে। বিতর্কিত শ্লোগান নিয়ে  বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও  ক্ষোভ উগরে দিয়েছেন।এদিন বিকালে মঙ্গলকোটের কাশেমনগরে তৃণমূলের সভায় যোগদিয়ে অনুব্রত মণ্ডল হুঁশিয়ারির শুরে বলেন ,‘এটা দিল্লি কিংবা গুজরাট নয় । এটা বাংলা । একবার গুলি মেরে দেখাক না । গুলি মারলে বাংলার মানুষ পাল্টা জবাব দেবে ।গোলি মারো শালোকো ’ শ্লোগান ফের দিলেই জবাব পেয়ে যাবে ।কিভাবে জবাব দেওয়া হবে ? এই প্রশ্নের উত্তরে অনুব্রতর স্পষ্ট জবাব যে ‘গোলিমারো শালোকো শ্লোগান ’দেবে সেই বুঝতে পারবে কেমন জবাব তার মিলেছে । ’
মঙ্গলকোটের জনসভা থেকে নররেন্দ্র মোদির  বিরুদ্ধেও সুর চড়ান অনুব্রত মণ্ডল। নথি হাতে নিয়ে তিনি দাবি করে দিল্লির পিএমও অফিস মোদির নাগরিক পঞ্জি সংক্রান্ত তথ্য দিতে পারেনি । বলছে জানিনা। মোদির নিজের ঠিকানার  ঠিক না থাকলেও ওরা দেশের লোকের ঠিকানা খুঁজছে ।সভা থেকেই অনুব্রত মণ্ডল  স্পষ্ট জানিয়ে দেন এনআরসি মানা হবে না ।একই সঙ্গে সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে  তিনি বলেন ‘ এনআরসি নিয়ে আপনাদের কেউ  কিছু বলতে এলে বা কাগজ দেখতে চাইলে ভয় পাবেন না । যে কাগজ দেখতে চাইবে তাকো বেধড়ক চাপকে দেবেন । কিছু হলে আমরা আপনাদের পাশে থাকবো । 
অনুব্রত মণ্ডলের এই বক্তব্য প্রসঙ্গে পূর্ব বর্ধমান  জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দি বলেন , লাইম লাইটে থাকার জন্য অনুব্রত মণ্ডল মাঝে মধ্যে বিতর্কিত কথাবার্তা বলে থাকেন । উনি বিজেপি কর্মীদের কি যোগ্য জবাব দিতে চাইছেন তা দিয়ে দেখান । বিজেপি রাজনৈতিক ভাবেই ওই জবাবের  মোকাবিলা করবে ।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION