দক্ষিণবঙ্গ

খণ্ডঘোষ এ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Sunday, March 1, 2020

/ by krishaksetu Bangla

খণ্ডঘোষ ( সৌরভ কালিন্দী ):- জ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এর  খেজুর হাটি এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পুরস্কার বিতরণী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ এর প্রদান করা হল । এর পাশিপাশি একটি  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।  এদিন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে  মুসলিম  ধর্মাবলম্বী পাঁচ জন খলিফার নামে পাঁচটি পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কৃত করা হয় খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগ,খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত, নতুন ভোর সংবাদমাধ্যমের সম্পাদক সোমনাথ ভট্টাচার্য, ডক্টর হাসানুর জামান ও ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর হাতে ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION