দক্ষিণবঙ্গ

চাল ও আলু বিতরণের ক্ষেত্রে নজির গড়লো কলকাতার দেশপ্রান রোডের শিক্ষাভিত প্রাথমিক বিদ্যালয়

Monday, March 23, 2020

/ by krishaksetu Bangla


কৃষ্ণ সাহা ( কলকাতা ) :-  চাল ও আলু বিতরণের ক্ষেত্রে এইবার নজির গড়লো কলকাতা ৩৩ এর ৫৪/১০A দেশপ্রান শাসমল রোডের শিক্ষাভিত প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রীর কারফিউ জারির পর লকডাউন ঘোষণা।কি খাবে সাধারণ মানুষ? বারংবার উঠেছে এই প্রশ্ন।তার জন্যই মুদিখান,মাছ মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান  খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ীর বাইরে বেরোনো নিষিদ্ধ।জরুরি প্রয়োজন ব্যতীত রাস্তায় বেরোলে জেল জরিমানার  মুখে পড়তে হবে। তবু বাঁচাতে হবেই এই মারণ ভাইরাসের কবল থেকে। তাই এমন উদ্যোগ।
রাজ্য সরকারের নির্দেশে প্রাইমারি এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাভিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংযুক্তা রায়।প্রত্যেক ছাত্র ছাত্রী পিছু দু কেজি চাল ও দু কেজি করে আলু বিতরণ করার কথায় ধার্য করা হয়েছে।প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী পাবে এই পরিষেবা।চাল ও আলু বিতরনকালে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকারা। হাতে হাত মিলিয়েছেন তারাও।


ভারতে COVID 19 এ আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে।মৃত্যুও হয়েছে বেশ কিছু জনের।অন্যান্য দেশগুলিতে এর প্রভাব আরও বেশি।হসপিটাল নার্সিংহোম গুলিতে বেশি সংখ্যায় ডাক্তার নার্স নিয়োগ করা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশানুসারে,বিনামূল্যে রেশন পাচ্ছেন সাধারণ মানুষ।গৃহবন্দী থেকেও যাতে তাদের সুস্থ জীবনযাপনে কোনো বিঘ্ন না ঘটে তার জন্যই এমন ব্যবস্থাপনা গ্রহণ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগেও সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার।তারই মধ্যে বিনামূল্যে রেশন ও ছাত্রছাত্রীদের  চাল আলু বিতরনের বিষয়টি বিশেষ ভাবে নজর কাড়ে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION