দক্ষিণবঙ্গ

হেলমেট পড়লেই উপহার পাবেন পিয়াঁজ

Sunday, December 8, 2019

/ by krishaksetu Bangla

ট্রাফিক নিয়ম মেনে হেলমেট পরে গেলেই ১কেজি পিঁয়াজ উপহার বাইক চালকদের , রবিবারের স কালে পথ সচেতনতায় অভিনব উদ্যোগ পল্লিমঙ্গল সমিতি র ; সকাল ৭টা থেকে দুপুর ১টা অবধি পাল্লা রোডের রাস্তায় সচেত না শিবিরে হেলমেট পড়ে যাওয়া ৩২জন বাইক চালক কে ১কেজি করে পিয়াঁজ উপহার পল্লিমঙ্গলের, পিয়াঁজের দুর্মূল্য দামের সময়ে হেলমেট পড়ে রাস্তায় বেড়িয়ে সচেতনতার বিনিময়ে পিয়াঁজ পেয়ে খুশি বাইক চালকরা ;
কিন্তু দূর্ভার্গের বিষয় ৩২ জন হেলমেট পড়ে গেলেও এদিন ২০০ উপড়ে বাইক চালক হেলমেট ছাড়া রাস্তায় বেড়িয়ে আফশোসে কপাল চাপড়াচ্ছে ; পিয়াঁজ না পেয়ে কপাল চাপড়াচ্ছেন বটে কিন্তু হেলমেট না পড়লে আপনার জীবনের জন্য আপনার পরিবার কে কপাল চাপড়াতে হবেই , তাই পিয়াঁজ না নিজের জীবনের গ্যারেন্টির জন্য হেলমেট টা দয়া করে পড়ুন,
পল্লিমঙ্গল সমিতির তরফে এই রকম পথ সচেতনায় পিয়াঁজ বিলি সার্প্রাইজ ইভেন্ট হিসাবে সপ্তাহে ১দিন করা হবে হঠাৎ কোনোদিন আবার,  তাই দুর্মূল্যের বাজারে বিনা পয়সায় পিয়াঁজ পেতে পথ নিরাপত্তা মেনে হেলমেট পড়ে বেড়ুলে ক্ষতি কি ! পিয়াঁজের সাথে উপড়ি পাওনা নিজের জীবনের সুরক্ষার গ্যারান্টি !

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION