দক্ষিণবঙ্গ

পর্ণশ্রীর ১৩১ নম্বর ওয়ার্ডের সুভাষমার্গ রোডের বাসিন্দা কেয়া দাস দীর্ঘদিন ধরে শশুর বাড়ীতে নির্যাতনের শিকার।

Sunday, December 8, 2019

/ by krishaksetu Bangla

অভিযোগ প্রায় নিত্যদিন কেয়া দাসের উপর অত্যাচার চালাতো কেয়া দাসের শ্বশুরবাড়ির লোকজন। গত কয়েক মাস আগে কেয়া দাসকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয় । তারপরেই কেয়া দাস কে শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে বের করে দেয়, চার মাস ঘর ছাড়া কেয়া দাস। কেয়া দাস অভিযোগ করে পর্ণশ্রী থানায়। চার মাস ধরে ১২ বছরের ছেলেকে নিয়ে ঘরছাড়া কেয়া দাস প্রশাসনের দ্বারস্থ হলেও কনো রকম সাহায্য পায়নি ।

পর্ণশ্রীর ১৩১ নম্বর ওয়ার্ডের সুভাষমার্গ রোডের বাসিন্দা কেয়া দাস দীর্ঘদিন ধরে শশুর বাড়ীতে নির্যাতনের শিকার। আরো পড়ুন -...

তাই আজ রত্না চ্যাটার্জী নিজে মহিলা সংগঠনকে নিয়ে কেয়া দাস এর শশুর বাড়িতে দিয়ে আসে ।কেয়া দাসের শাশুড়ির বক্তব্য কোন ভাবে কেয়া দাস কে এই বাড়িতে থাকতে দেওয়া যাবেনা।ছেলে ওকে অন্যত্র বাড়ি ভাড়া করে রাখুক।ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ।আপাতত কেয়া শশুর বাড়ীতেই আছে,তার ১২ বছরের ছেলে কে নিয়ে।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION