দেবব্রত মন্ডল : বাঁকুড়া
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতেই এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে গভীর রাতে দোকানের সার্টার ভেঙ্গে দ্বিতীয় দরজা ভাঙ্গার পর ভেতরে ঢোকে চোরের দলটি। তারপর দোকানের ভীতরে থাকা সমস্ত গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দলটি। ঘটনার খবর পেয়েই শনিবার সকালে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ।
সংশ্লিষ্ট গহনার দোকানের মালিক কাশীনাথ পাল বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি গেছি। গভীর রাতে ঐ পথ দিয়ে যাওয়া দু'জন সিভিক ভল্যান্টিয়ারের নজরে বিষয়টি আসে। তারাই খবর দেয়। এই চুরির ঘটনায় প্রায় দু'লক্ষ টাকার গহনা খোয়া গেছে বলে তিনি জানান।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি ঐ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
No comments
Post a Comment