দক্ষিণবঙ্গ

দিঘায় মুখ্যমন্ত্রীর বাণিজ্য সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি

Sunday, December 8, 2019

/ by krishaksetu Bangla

Chief-Minister-mamata-business-conference-in-Digha-prepares-west-bengal

তুহিন শুভ্র আগুয়ান; দিঘাঃ 

এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। পৃথিবীর প্রায় ৬৫টি দেশ থেকে চারশোরও বেশি শিল্প প্রতিনিধিরা যোগ দেবেন এই সম্মেলনে। যার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বাণিজ্য সম্মেলন ঘিরে এখন দিঘা শহর জুড়ে চলছে জোর প্রস্তুতি। নিরাপত্তা থেকে সৌন্দর্যায়ন সমস্ত ব্যাপারেই জোর দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।
Chief-Minister-mamata-business-conference-in-Digha 2020

উল্লেখ, আগামী ১১ ও ১২ ই ডিসেম্বর দিঘায় অনুষ্ঠিত হবে দু'দিনের বাণিজ্য সম্মেলন (বিজনেস কনক্লেভ)। আর এই উপলক্ষে সেজে উঠেছে সৈকত শহর দিঘা। বাণিজ্য সম্মেলন ঘিরে দিঘায় দফায় দফায় চলছে প্রশাসনিক মহলের বৈঠক। গত বুধবার মুখ্যমন্ত্রীর এই বাণিজ্য সম্মেলনের সমগ্র বিষয় খতিয়ে দেখতে আসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। তিনি পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক বৈঠকেও বসেন ওইদিন।  দু'দিনব্যাপী দিঘায় এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এরআগে বাণিজ্য সম্মেলন কলকাতা শহরেই মূলত অনুষ্ঠিত হতো।
কিন্তু গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিঘা কনভেনশন সেন্টার উদ্বোধনে এসেছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন পরবর্তী বাণিজ্য সম্মেলন দিঘা শহরের এই কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে। তাঁর এই ঘোষণা মেনেই ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে এক বড় মাপের বাণিজ্য সম্মেলন। প্রশাসন সূত্রে খবর, দিঘার এই বাণিজ্য সম্মেলনে পৃথিবীর ৬৫ টি দেশ এবং বিদেশ থেকে প্রায় চারশোরও বেশি শিল্প প্রতিনিধিরা যোগ দেবেন এই বাণিজ্য সম্মেলনে। দু'দিনব্যাপী বাণিজ্য সম্মেলনে শিল্প প্রতিনিধিদের নিয়ে বেশ কয়েকটি মৌ চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে বলে খবর। শিল্পপতিদের আগমনের কথা মাথায় রেখে দিঘায় ইতিমধ্যে তৈরি করা হয়েছে অতিরিক্ত পাঁচটি হেলিপ্যাড ময়দান।
১১ ডিসেম্বর বাণিজ্য সম্মেলন উদ্বোধনের পর সন্ধ্যায় নিউ দিঘা সংলগ্ন যাত্রানালা পার্কে বসবে এক বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। সেখানেও মুখ্যমন্ত্রী সহ শিল্পপতিরা অংশ নেবেন বলে খবর। তাই নিউ দিঘার এই যাত্রানালা পার্কে বর্তমানে জোরকদমে সাজানোর কাজ চলছে। জেলা প্রশাসনে নিয়োগ করা বিশেষ শ্রমিকদের দিয়েই করানো হচ্ছে এই সমস্ত কাজ। তবে বর্তমানে সম্মেলনের কথা মাথায় রেখে সমস্ত বহিরাগতদের ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সৈকতের ধারে লোহার খাঁচা ও বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ খোলামঞ্চ‍।
মুখ্যমন্ত্রীর এই বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে বর্তমানে দিঘা এলাকার প্রায় সমস্ত হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। বাণিজ্য সম্মেলন উপলক্ষে প্রশাসনের তরফ থেকে প্রায় ১৭০০টি হোটেল রুম বুকিং করা হয়েছে। শিল্পপতিদের আগমন ও তাদের যাবতীয় ব্যবস্থার দায়িত্ব রয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিজের হাতে। মুখ্যমন্ত্রী আসার আগে দিঘার রাস্তা থেকে পাকা ব্রিজ সমস্ত এখন নতুন রঙে রাঙিয়ে তোলা হচ্ছে। দিঘায় হঠাৎ এই বাণিজ্য সম্মেলন ঘিরে জেলার মানুষদের মধ্যেও এখন বর্তমানে ব্যাপক উদ্দীপনা রয়েছে। অনেকের মতেই বাণিজ্য সম্মেলনের পরেই রাজ্যে এমনকি জেলায়ও বেশকিছু শিল্পের বিনিয়োগ হতে পারে।
তবে মূলত বাণিজ্য সম্মেলনে কি কি হতে চলেছে এবং কারা কারা উপস্থিত থাকতে চলেছেন তা শুধু সময়ের অপেক্ষা। দিঘায় বাণিজ্য সম্মেলন নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ বলেন," দিঘায় বাণিজ্য সম্মেলন ঘিরে এখন সৌন্দর্যায়ন থেকে নিরাপত্তা সমস্ত বিষয়ে আমরা জোর দিয়েছি। জেলার সমস্ত আধিকারিকদের দিয়ে আমরা প্রস্তুতি বৈঠকও করেছি। এখন বলা যেতে পারে সার্বিকভাবে প্রস্তুতি চলছে।"

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION