দক্ষিণবঙ্গ

গানে গল্পে আড্ডায় আনন্দে শেষ হলো বর্ধমান উইমেন্স কলেজের বার্ষিক সোশ্যাল 'জাগৃতি'।

Monday, December 9, 2019

/ by krishaksetu Bangla

দুইদিন ব্যাপী চলছিল উইমেন্স কলেজে সোশ্যাল। এখানে বেশ কিছু স্টল করা হয়েছিল । স্টলে নানান ধরনের সমাজ মূলক বিষয়কে তুলে ধরা হয়েছিল। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের স্টলের থিম ছিল "বাংলা সিনেমার শতবর্ষ।" সেখানে নির্বাক থেকে সবাক , সাদাকালো থেকে সাম্প্রতিক রঙিন সিনেমার ইতিহাস তুলে ধরা হয়।

বানানো হয়েছিল বায়োস্কোপ। বায়োস্কোপেে চোখ রেখে শিকক্ষকদের অনেকেই নস্টালজিক হয়ে পড়েছিলেন। সাংবাদিকতা বিভাগের স্টলে বাংলা সিনেমার ত্রয়ী সত্যজিৎ-মৃণাল-ঋত্বিক এর সিনেমা ও কর্মকান্ডের প্রতি বিশেষ জোর দেওয়া হয়। ছিল বর্ধমানের মহারাজ উদয়চাঁদের প্রযোজনায় তৈরি সিনেমার ইতিহাসও।
স্টলগুলির মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা হলো। 'জাগৃতি' নামে দুই দিন ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার শেষ দিন ছিল কাল। এই শেষের দিনে বাইরে থেকে আসা ব্যান্ড মাতিয়ে গেল বর্ধমান শহরে উইমেন্স কলেজের ছাত্রীদের । বার্ষিক কলেজ ফেস্টের নানা অনুষ্ঠানে  কলেজেরই পড়ুয়ারা এখানে অংশগ্রহণ করে থাকে । তারাও মঞ্চে নাচ গান করে এই সোশ্যাল কে আরও উজ্জ্বল করে তুলল ।

 এই শেষের দিনে এই কলেজের অধ্যক্ষ সুকৃতি ঘোষাল নিজের হাতে শিল্পীদের সম্বর্ধনা দিয়ে আরো উৎসাহ বাড়িয়ে দিলেন । বিভিন্ন কলেজের ছাত্রীরা শেষের দিনে উইমেন্স কলেজের অনুষ্ঠান দেখতে আসে । পড়াশোনার সাথে সাথে এই দুটো দিন পুরোপুরি অন্যরকম মেজাজে মেতে ওঠে ছাত্রীরাআAবার অপেক্ষা। আসছে বছর আবার হবে ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION