দেবব্রত মন্ডল : বাঁকুড়া
ফের একবার নীলকান্ত দাস বৈরাগ্য নামে এক তৃণমূল সমর্থনকারী কে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর পঞ্চায়েতের গড়েরডাঙ্গা এলাকায় ।
তৃণমূল সূত্রে খবর , নীলকান্ত দাস বৈরাগ্য পাত্রসায়রের নেত্রখণ্ড মামা বাড়ি থেকে বাড়ি ফিরছিল সেই সময় গড়েরডাঙ্গা পার্টি অফিসের সামনে ওই তৃণমূল কর্মীকে আটকানো হয় এবং তাকে আটদশজন বিজেপি কর্মী মিলে ব্যাপক মারধর করে । এই ঘটনায় তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে সেখানে থেকে তাকে পাঠানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
এই মুহূর্তে সেখানেই তার চিকিৎসা চলছে ।আহত নীলকান্ত দাস বৈরাগ্য জানায় আমি তৃণমূলের মিটিং এ গিয়েছিলাম বলে আজ ওরা আমাকে মারধর করেছে ।
বেলুট রসুলপুর পঞ্চায়েত প্রধান তাপস বাড়ি বলেন , মুক্ত সমরার নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে । এলাকা দখলের জন্য প্রতিনিয়ত এভাবে তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে বলে তিনি জানান ।
তবে বিজিপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে । পাত্রসায়ের মণ্ডল 2 বিজেপির সভাপতি তমাল কান্তি গুই বলেন , এটা মিথ্যা অভিযোগ । তিনি বলেন নীলকান্ত দাস বৈরাগ্য সব সময় ড্রিঙ্ক করে থাকেন ।
ও নিজেই জানে না কখন কোথায় রাস্তাঘাটে পড়ে থাকে । তিনি বলেন তৃণমূল বিজেপি কর্মীদের নানা রকম ভাবে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করছে ।
No comments
Post a Comment