দক্ষিণবঙ্গ

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শারদ উৎসবের জন্য পুজো কমিটিগুলিকে চেক দেওয়া শুরু হল।

Monday, September 23, 2019

/ by krishaksetu Bangla

বলরাম সাহা রায়না: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শারদ উৎসবের জন্য পুজো কমিটিগুলিকে চেক দেওয়া শুরু হল।সোমবার পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের ২৭ টি পুজোকমিটির হাতে তুলে দেওয়া হল২৫ হাজার টাকার চেক।
তারমধ্যে একটি মহিলা পরিচালিত পুজো কমিটিকে দেওয়া হয় ৩০ হাজার টাকার চেক।এদিন ব্লকের বিডিও অফিসে আয়োজিত হয় বিশেষ এই অনুষ্ঠান।উপস্থিত ছিলেন এসডিপিও আমিনুল ইসলাম খান ,সিআইসি সঞ্জয় কুন্ডু,বিডিও সৌমেন বণিক,পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত এবং রায়না থানার ওসি পুলক মন্ডল।প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটি গুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।দুর্মূলের বাজারে পুজোর জন্য অর্থ সাহায্য পেয়ে স্বভাবতই খুশি পুজো কমিটিগুলি।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION