দক্ষিণবঙ্গ

তিন ফরম্যাটের ক্রিকেটেই বিরাট রাজ

Sunday, September 22, 2019

/ by krishaksetu Bangla


সহতীর্থ রোহিতকে টপকে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি এদিন ২২তম অর্ধশতরান করেন তিনি।

তিন ফরম্যাটেই বিরাট রাজ

 এছাড়াও টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটে ৫০ বা অধিক রানের গড়ে এক নয়া মাইলস্টোন তৈরি করেন কিং কোহলি।

তাঁর এই সাফল্যকেই টুইট করে অভিনন্দন জানান প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি।

 এদিন আইসিসির একটি পোস্টকে রিটুইট করে তিনি জানান, বিরাট একজন সেরা খেলোয়াড়।

তাঁর এই সাফল্যকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আগামী আরও সাফল্য পাবেন বিরাট। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাঁকে। 

  এদিন মোহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে তরুণ বোলিং ইউনিট  ও গব্বর-কোহলির ব্যাটের ওপর ভর করে ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করে ভারত।

 এদিনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। তরুণ বোলিং ইউনিট দীপক চাহার, নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সামনে ধসে যায় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ।

অধিনায়ক ডি-কক (৫২) ও বাভুম্বা (৪৯) ছাড়া কোনও খেলোয়াড়ই ক্রিজে টিকতে পারেননি।

এদের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৪৯ রান করে দঃ আফ্রিকা।

 ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই আক্রমনাত্বক মেজাজে শুরু করে রোহিত-শিখর জুটি।

প্রথম তিন ওভারের মধ্যেই ৩০ রান স্পর্শ করে ভারত।

এরপরই চতুর্থ ওভারের মাথায় রোহিতকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন ফেহলাকওয়াইও।

রোহিত আউটের পর শিখর ও বিরাট দুজনে মিলে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে।

তিন ফরম্যাটেই বিরাট রাজ,ভরসা সেই কোহলি
৬১ রানের পার্টনারশিপ গড়ে  তোলেন দুই যোদ্ধা। । ৯৩ রানের মাথায় চায়নাম্যান শামসিকে উইকেটের সামনে ছয় মারতে যান গব্বর।

তবে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলার সুপার ম্যানের মতো উড়ে এসে ডান হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন।

এরপর ফের অবিবেচকের মতো শট খেলে আউট হয়ে যান ঋষভ। অবশেষে শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেধে ম্যাচ শেষ করেন তিনি ।

এদিন ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বিরাট। এই ম্যাচের সঙ্গে ১১ বার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন তিনি। 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION