রিপোর্ট-আমিরুল ইসলামের
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের চিত্রসাংবাদিক সুদিন মন্ডলের বাবা 28 সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন।
এরপর ধর্মীয় রীতি মেনে আজ সুদিন মন্ডলের বাবা স্বর্গীয় গোরাচাঁদ মন্ডলের শ্রাদ্ধ অনুষ্ঠান, এই শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজির হয়েছেন প্রায় 400 জন অতিথি ।প্রতিটি অতিথির দুপুরের আহার শেষে ,অতিথিরা যখন বাড়ি ফিরছেন তাদের হাতে একটি করে ফলের গাছ তুলে দিচ্ছেন সুদিন মন্ডলের পরিবারের লোকজন।এই উদ্যোগে খুশি এলাকার সকল সম্প্রদায়ের মানুষ ।
এই শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছিলেন দৈনিক প্রতিদিন সংবাদ পত্রিকা সাংবাদিক ধীমান রায় জানান, আমাদের বন্ধু বাবা মারা গেছিলেন কয়েকদিন আগে। দুঃখজনক ব্যাপার, ধর্মীয় রীতি মেনে আজ তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান নেমন্তন্ন করেছিল আমাদের সকলকেই। খাবার পর একটি করে চারা গাছ দিচ্ছে, সত্যি সুদিন ভাইকে অনেক ধন্যবাদ ও তার পরিবারের লোক কে অনেক ধন্যবাদ জানাই ।
No comments
Post a Comment