দক্ষিণবঙ্গ

নিম্নচাপের জেরে অজয় নদীর জল কিনারায় কিনারায়।

Tuesday, October 1, 2019

/ by krishaksetu Bangla



পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লকের  উপর দিয়ে বয়ে গেছে কুনুর ও অজয় নদী। বেশ কয়েকদিনের নিম্নচাপের জেরে নদীর জল অনেকটা বেড়েছে। কখনো দুটি নদীর জল বাড়ছে, আবার কখনো দুটি নদীর জল কমছে।তবে আরো কয়েকদিন বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে বলে মনে করছেন এলাকার মানুষজন। বিগত প্রায় 16 বছর ধরে মঙ্গলকোট ব্লকে বন্যা হয়নি।তবে আরো দুইদিন জল হলে মঙ্গলকোটের নতুনহাট বাজার সংলগ্ন এলাকা জলে ডুবে যেতে পারে বলে আশঙ্কা নতুন হাট এলাকার মানুষজনের । তবে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোন সতর্কতা জারি করা হয়নি। দুদিন আরো বৃষ্টিপাত হলে সমস্যা সৃষ্টি হতে পারে বলে এলাকার মানুষ জানিয়েছেন।



আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION