দক্ষিণবঙ্গ

মাধবডিহির তৃণমূল কর্মীকে খুনের ঘটনার এল ফরেনসিক দল, ধৃতকে সঙ্গে নিয়ে

Friday, December 6, 2019

/ by krishaksetu Bangla


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান 
পূর্ব বর্ধমানের মাধবডিহির তৃণমূল কর্মী অনিল মাঝিকে খুনের ঘটনা কৃষ্ণ হাসদা কি একাই ঘটিয়েছে ? নাকি  তার সঙ্গে  আরো কেউ ছিল ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার মাধবডিহি গ্রামে পৌছান রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির চার সদস্য । যার নেতৃত্বে ছিলেন  সিনিয়ার সায়েন্টিস্ট  চিত্রাক্ষ সরকার । হেপাজতে নেওয়া ধৃত কৃষ্ণ হাঁদাকে নিয়ে এদিন তাঁরা প্রায় তিন ঘন্টা ধরে  ঘটনাস্থল এলাকা খুঁটিয়ে দেখেন । ধৃতের মুখ থেকে সেদিনের ঘটনা সবিস্তার শোনেন  চিত্রাক্ষ সরকার ও তাঁর দলের সদস্যরা । এদিন ধৃতকে নিয়ে  ঘটনার পুননির্মাণও  করা হয়  । মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আমিনুল ইসলাম খান ,সিআই সঞ্জয় কুণ্ডু , মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা সহ  অন্য পুলিশ কর্তারা এদিন ফরেনসিক দলের সঙ্গে পুনর্নির্মাণ  প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন । 
Madhvdighi-tmc-activist-murder-investing-case-forensic-team
তদন্ত শেষে  সিনিয়র সায়েন্টিস্ট চিত্রাক্ষ সরকার বলেন,“একজন না একের বেশি  মিলে এই খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনি বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট সহ ‘কেস স্টাডি’ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। চিত্রাক্ষ বাবু বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা সবিস্তার রিপোর্ট  তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবেন ।
পুলিশ  জানিয়েছে, বুধবার সকালে প্রকাশ্যে আসে   তৃণমূল কর্মী অনিল মাঝিকে খুনের ঘটনা ।মাধবডিহির আদিবাসী পাড়া লাগোয়া সাইপুকুর থেকে ওইদিন উদ্ধার হয় মাথা থেঁতলানো অবস্থায়  থাকা অনিল মাঝির মৃতদেহ ।এখান থেকে কিছুটা দূরের হাটগোড়ে পুকুর থেকে মেলে তৃণমূল কর্মীর বাইকটি । তদন্তে নেমে বুধবার রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় খুনের ঘটনায় অভিযুক্ত কৃষ্ণ হাঁসদাকে । বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করে ১০ দিন পুলিশ হেপাজতে নেওয়া হয়। পুলিশ কর্তাদের কথায় জানাগেছে , বুধবার অনিল মাঝির বাইকটি পাওয়া গেলেও সেদিন পাওয়া যায়নি তাঁর মোবাইল ফোনটি ।
এদিন খুনের ঘটনায় ধৃত কৃষ্ণ হাঁসদার দেখানো  ডোবায় খোঁজ চলিয়ে অনিল মাঝির মোবাইল ফোনটি পাওয়া গেছে।  এছাড়াও  উদ্ধার হয়েছে অনিল মাঝির ব্যবহৃত লাইটারটি । তবে খুনের ঘটনা ঘটানোর দিনে কৃষ্ণ যে জামা পরেছিল সেই রক্তমাখা জামা এখনও উদ্ধার হয়নি । পুলিশ সূত্রে আরো জানাগেছে , ফরেনসিক দল ঘটনাস্থলে পড়ে থাকা রক্তের নমুনা , মৃতর থেঁতলানো মাথা থেকে মাটিতে পড়া  ঘিলুর রস ,চামড়ার টুকরো ,মাটি প্রভৃতি সংগ্রহ করেছে ।  এছাড়াও  খুনের ঘটনা ঘটানোর জন্য  যে দুটি  বাঁশ কৃষ্ণ ব্যবহার করেছিল সেই  বাঁশ দুটিও  পুলিশের কাছথেকে নিয়েছে ফরেনসিক দল । 



No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION