প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান
এনআরসি ও ক্যাবের বিরোধিতা নিয়ে দেশের অন্যান অংশের পাশাপাশি এই রাজ্যেও অশান্তির আগুন জ্বলছে । ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে সরকারী সম্পত্তি ।এমন অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবার বার্তা প্রতিনিয়ত দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী ।
সেই বার্তাকে পাথেয় করে আগুন না জ্বালিয়ে ,রক্ত না ঝরিয়ে রক্ত দানের মধ্যদিয়ে সোমবার এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানালো পূর্ব বর্ধমানের কালনার হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের ছাত্র ও যুবরা ।
রক্তদান শেষে সম্প্রিতির বার্তা ছড়িয়েদিতে উভয় সম্প্রদায়ের ছাত্র ও যুবরা এদিধ একসঙ্গে প্রতিবাদ মিছিলেও পা মেলান । ছাত্র যুবদের এমন প্রতিবাদ আন্দোলনের প্রশংসা করেছেন আপামোর কালনাবাসী ।
রক্তদাতা প্রিয়া সরকার ,সেলিম সেখ প্রমুখরা জানিয়েছেন ,এনআরসি ও ক্যাবের বিরোধীতায় সারাদেশের পাশাপাশি এই রাজ্যের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন । কিন্তু যে কায়দায় প্রতিবাদ হচ্ছে তা কোনভাবেই কাম্য নয় ।
গণতান্তিক পথেই প্রতিবাদ জানানো উচিত । অশান্তির বাতাবরণ তৈরি করে , আগুন জ্বালিয়ে, রক্তপাত ঘটিয়ে কোন প্রতিবাদ আন্দোলন চলতে পারেনা ।সেকারণেই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করার বার্তা দিয়ে চলেছেন ।
সেলিম সেখ বলেন ,সেই পথের দিশা দেখাতেই এদিন তাঁরা কলনা কলেজের
১০ জন ছাত্র যুব মিলে কলনা মহকুমা হাসপাতালে পৌছে স্বেচ্ছায় রক্তদান করেছেন । এদিনের এই রক্তদান কর্মসূচির নেতৃত্বদেন ছাত্র নেতা সৌরভ হালদার । তিনি বলেন, ‘আগুন লাগিয়ে, রক্ত ঝরিয়ে এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ নয় ।
প্রতিবাদ হোক রক্তদানের মধ্যদিয়ে । এই বার্তা ছড়িয়ে দিতেই এদিন তাঁরা এই কর্মসূচি নিয়েছিলেন।’কালনা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক কৃষ্ণচন্দ্র বরাই বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত ঘাটতি রয়েছে ।
দশ জন ছাত্র ছাত্রী স্বতঃস্ফূত ভাবে এদিন হাসপাতালে এসে রক্তদান করেছেন ।ছাত্রছাত্রীরা রক্তদান করায় রোগীরা উপকৃত হবেন । ছাত্র ছাত্রীদের ভাবানা প্রশংশার দাবিরাখে বলে সুপার মন্তব্য করেছেন ।
No comments
Post a Comment