আমিরুল ইসলামের - ভাতার
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে গতকাল সন্ধ্যায় মাহাচান্দা গ্রামের মাঠ থেকে উদ্ধার হল এক অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আনুমানিক 33 বছর বয়স হবে ওই যুবকের।
এলাকার মানুষ ভাতার থানায় খবর দিলে গতকাল রাত্রে সেই দেহ উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানার পুলিশ।কি কারণে মৃত্যু হয়েছে বা ওই ব্যক্তির বাড়ি কোথায় সে বিষয়ে তদন্ত শুরু করেছে ভারত থানার পুলিশ ।
আজ ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে খবর স্থানীয়রা খবর দেয় প্রথমে থানায় এরপর ওই যুবকের ঝুলন্ত অবস্থায় দেখা যায় গাছে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে গতকাল রাতেই আজকে পোসমাডাম এর জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে এখনো পর্যন্ত যুবকের সঠিক পরিচয় জানা যায়নি।




বাংলার মাঝে, খবরের খোঁজে
No comments
Post a Comment