প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৭ ডিসেম্বর
আত্মীয় পরিবারের ৯ বছর বয়সী এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। বছর ৪৫ বয়সী ধৃতের নাম মিন্টু দে । তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরুগ্রাম পঞ্চায়েতের চক্ষণজাদী গ্রামে । নাবালিকার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পুলিশ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে । অভিযুক্তের দৃষ্টান্তমূল শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার পরিজন ও প্রতিবেশীরা । নাবালিকার বাবা লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছেন , চক্ষণজাদী গ্রামেই তাঁর বাড়ি । তাঁর নয় বছর বয়সী কন্যা গ্রামের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে । ধৃত মিন্টু দে সম্পর্কে তাঁদের আত্মীয় ।
চক্ষণজাদী গ্রামেই মিন্টুর মুদিখানা দোকান রয়েছে । গত বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টা নাগাদ শ্যাম্পু কিনতে নাবালিকা মিন্টুর দোকানে যায় । নাবালিকার বাবার অভিযোগ ওই সময়ে লজেন্স দেবার প্রলভন দেখিয়ে নাবালিকাকে নিজের দোকানের ভিতরে ডেকে নেয় মিন্টু ।এর পর দোকানের একটি আড়াল জায়গায় নাবালিকাকে নিয়েগিয়ে তাঁর উপর মিন্টু যৌন নির্যাতন চালায় ।
যৌন নির্যাতন চালানোর সময়ে মিন্টুর নখের অাঁচড়ে নাবালিকার বুকের ডান দিকের অংশ চিরে যায় । নাবালিকার বাবা জানিয়েছেন ,এই কুকীর্তির কথা বাড়ির কাউকে জানালে প্রাণে মেরে দেবে বলে মিন্টু তাঁর নাবালিকা মেয়েকে ভয় দেখিয়েছিল ।
সেই ভয়ে সেদিন নাবালিকা বাড়ির কাউকে কিছু জানাতে শাহস পায়নি । শুক্রবার রাতে খেতে বেসে কাঁদতে কাঁদতে নাবালিকা তাঁর মাকে মিন্টুর কুকীর্তির সবিস্তার জানায় বলে নাবালিকার বাবা পুলিশকে জানিয়েছেন । এই ঘটনা জানাজানি হতেই শনিবার চক্ষণজাদী গ্রামের বাসিন্দা মহলে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়ায় । তাঁদের অভিযোগ, আগেও এমন কুকীর্তির ঘটনা ঘটিয়ে গ্রেফতার হয়েছিল মিন্টু ।
তার পরেও মিন্টু নিজেকে শোধরায়নি । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন চক্ষণজাদী গ্রামের মহিলারা । পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে ।
No comments
Post a Comment