পূর্ব বর্ধমান:- বিজেপির বর্ধমান জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি শ্যামল রায়ের ওপর বেধড়ক হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, সোমবার বেলার দিকে শ্যামল রায়ের নেতৃত্বে কয়েকজন বিজেপি সমর্থক বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে যান জেলখানায় থাকা কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে। অভিযোগ, এই সময় অতর্কিতে তাদের ওপর হামলা চালানো হয়। আহত শ্যামল রায়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপি এই ঘটনায় বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়,এবং বর্ধমান থানার IC র সঙ্গে দুর্ব্যবহার করে বিজেপি সমর্থরা । যদিও এ ব্যাপারে তৃণমূল নেতা আব্দুল রব তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে।
উলেখ্য কিছুদিন আগে খণ্ড ঘোষ বিধানসভা এলাকায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর একটি সভা ছিলো, সেই সভা বানচাল করতে মাঠে নামে তৃণমূল কংগ্রেস,এবং বিজেপি তৃণমূলের মধ্যে মারামারি হয় ,উভয় পক্ষের কমবেশি আহত হয়।গ্রেফতার হয় ছয়জন বিজেপি কর্মী। অবশেষে সেই সভা করতেও পারেনি বিজেপি,এই বিষয়ে সাংসদ সৌমিত্র খাঁ পুলিশ এর প্রতি ভরসা না করে বর্ধমান আদালতে দ্বারস্থ হন, ফলে আজ বিজেপি সমর্থকরা জেল খানায় দেখা করতে গেলে আজও মার পরে তাদের প্রতি। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
No comments
Post a Comment