দক্ষিণবঙ্গ

রক্তদান শিবির

Thursday, February 13, 2020

/ by krishaksetu Bangla

মীর ওজল (খন্ডঘোষ) :- খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় খণ্ডঘোষ হাটতলায়। এদিন সকালে এনআরসি বিরুদ্ধে একটি মৌন মিছিল করা হয় খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ দিনের মিছিলে প্রথম সারিতে পা মেলান পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব হাজরা, পুত কর্মদক্ষ বাসবী রায়,প্রভরঞ্জন সেন সহ তৃণমূলের নেতাকর্মীরা, এদিন মিছিলটি খণ্ডঘোষ হাটতলা থেকে শুরু করে থানা মোড় পরিক্রমা করে আবার হাটতলা এসে শেষ হয় এ দিনের মিছিলে শতাধিক মানুষ পা মেলান, মিছিল শেষে ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা
তিন বছরে পদার্পণ করল এই রক্তদান শিবির, সংগৃহীত রক্ত গুলি তুলে দেয়া হবে বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে, একদিনের রক্তদান শিবিরের পুরুষ ও মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব হাজরা বলেন প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, আজকে ব্লক থেকে শুরু করলাম পরবর্তীতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করব, যেভাবে দিন দিন রক্তের সংকট দেখা দিচ্ছে আমরা চেষ্টা করব এই ধরনের রক্তদান শিবির করে কিছুটা হলেও রক্তের চাহিদা যাতে মেটে তাতে সাধারণ মানুষকে কিছুটা হলেও রক্তের হয়রানির হাত থেকে রেহাই পাবে l

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION