দক্ষিণবঙ্গ

বিজেপি কর্মীরা ঝামেলা করলে তাদের গরুপেটানো করার নিদান দিলেন অনুব্রত

Friday, March 6, 2020

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বিজেপি কর্মীরা এলাকায় ঝামেলা করলে তাদের গরু পেটানো করার  নিদান দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের মোরবাঁধে এনআরসি ও  সিএএ বিরোধীতায় জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই  জনসভার প্রধান বক্তা ছিলেন  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আউশগ্রামের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন২০২ বিধানসভা নির্বাচনে বিজেপি বাইরে থেকে আরএসএসের  লোক এনে ভুল বোঝাবে।কিন্তু আপনারা ভুল করবেন না। ২৩০ থেকে ২৫০ টা সিট পাবে মমতা। আর বাংলার ক্ষমতায়  মমতা থাকলে ওরা কিছু করতে পারবেনা ।  কলকাতার  অমিত শাহের মিটিংয়ে  বিজেপির লোকজন গুলি মারো বলেছে।আমরা ডাংয়ের বেরি মারবো।পাশাপাশি এদিন রেশন ডিলারদের কড়া হুঁশিয়ারি দেন অনুব্রত। তিনি বলেন সপ্তাহে চারদিন রেশন দোকান খোলা রাখতে হবে। একজন সারা মাসের রেশন  একদিনে তুলতে পারবে।না দিলে বিডিওকে বলবেন।একই সঙ্গে অনুব্রত মণ্ডল দলের কর্মীদের জানিয়ে দেন ,বিজেপি ঝামেলা করলে গরু পেটানো করে পেটান । 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION