প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণ বিষয়ক ভুয়ো পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ । পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই যুবকের নাম সৈকত সিংহ ।মেমারির বোহার গ্রামের বাসিন্দা পার্থসারথী মজুমদারের অভিযোগের পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । রবিবার ধৃতকে পুলিশ পেশ করে বর্ধমান আদালতে । মেমারি নিবাসী তৃণমূলের জেলা যুবনেতা আশিস ঘোষদস্তিদার একই ধরনের মিথ্যা পোস্ট সোশ্যাল মিডিয়ায় করায় তার বিরুদ্ধেও পার্থসারথী বাবুর স্ত্রী মৈত্রেয়ী সিংহরায় অভিযোগ দারের করেছেন । করোনা সংক্রমণ সংক্রান্ত ভূয়ো পোস্ট ঘিরে এখন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে মেমারিতে ।
পুলিশ সূত্রে জানাগেছে , মৈত্রেয়ী সিংহরায় মেমারির বোহার হাইস্কুলের শিক্ষিকা। মেমারির সিপিএম নেতা সনৎ বন্দ্যোপাধ্যায় তাঁদের পরিবারের আত্মীয়। অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভূয়ো পোস্ট ছেড়ে বলা হচ্ছে,‘ সিপিএম নেতা সনৎ বন্দ্যোপাধ্যায়েয় আত্মীয় পার্থসারথী বাবুর ছেলে কিছুদিন আগে লন্ডন থেকে বাড়িতে ফিরে ‘ঘাপটি’ মেরে বসে থাকে ।পরে আশাকর্মীর চাপে সে ডাক্তারের কাছে যায়। আর তার পরিবার থানার ভয়ে পালিয়েছে। শিক্ষিত মানুষের এই আচরণ লজ্জাজনক’। এই পোস্ট নজরে আসার পরেই শনিবার সকালে পার্থসারথিবাবু পুলিশকে বিষয়টি জানান ।তিনি পুলিশকে বলেন ,তাঁর ছেলে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাচতে তাঁর ছেলে সেখানেই ঘরবন্দি রয়েছে । অথচ এরকম ভুল পোস্ট করার হচ্ছে । তার জন্যে তিনি ও তাঁর পরিবার বিভ্রান্ত হয়ে পড়ছেন। এমন ভূয়ো পোস্ট ছড়ানোর ঘটনায় জড়িত চারজনের নামে তিনি ও তাঁর স্ত্রী থানায় অভিযোগ জানান। দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ এক যুবকে গ্রেফতার করেছে। পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে ।
No comments
Post a Comment