দক্ষিণবঙ্গ

করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হলো রায়নার সহজপুর গ্রামে

Sunday, March 29, 2020

/ by krishaksetu Bangla


কৃষ্ণ সাহা ( শ্যামসুন্দর ) :- কডাউনের পঞ্চম দিনে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গৃহীত করলো রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত সহজপুর গ্রামে।শ্যামসুন্দর পঞ্চায়েতের উপপ্রধান সুশান্ত বল্লোভের উদ্যোগে সমস্ত গ্রামবাসীদের বিতরন করা হলো মাস্ক,স্যানিটাইজার সহ স্যাভলন সাবান। বাড়ী বাড়ী ঘুরে তারা এই বিতরণ প্রক্রিয়া সারলেন । তার সঙ্গেই প্রত্যেকটি মানুষকে COVID 19 এর প্রকোপ থেকে বাঁচার নিয়মাবলি  সম্পর্কে অবগত করলেন।সুশান্ত বল্লভ মহাশয়ের সাথে এই কাজে সামিল হয়েছেন তার সহকর্মীরা।
      বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস।মুক্তি পায়নি বাঙলাও।তবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম সতর্কীকরণ প্রচার বেশ সহায়ক হয়েছে।তাঁর এই করোনা মোকাবিলার লড়াইয়ে নিজের সৈনিক হিসেবে অভিহিত করেছেন সুশান্ত বল্লভ মহাশয়।তাদের এই কর্মসূচির তারা দুদিন ধরে চালাবেন।গ্রামের মানুষদের সচেতন করতে তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানালেন
ওই গ্রামেরই বাসিন্দা সুনীতি পণ্ডিত।তার চোখেমুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION