দক্ষিণবঙ্গ

বাংলার গর্ব মমতা কর্মসূচীর স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হল রায়না ২ ব্লকে

Sunday, March 15, 2020

/ by krishaksetu Bangla

রায়না ( কৃষ্ণ সাহা ) :- বিভিন্ন বুথ স্তরে-যে সমস্ত কর্মীরা বিভিন্ন কারণে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন- দলের নির্দেশে - সেই সমস্ত কর্মী সহ নেতৃত্বকে মূল স্রোতে ফেরাতে ও দলের কাজে যুক্ত হ‌ওয়ার আহ্বান জানান বিধায়ক সহ নেতৃত্ববৃন্দ।আজকে ১০০ জন সম্মানীয় নেতৃত্ব সহ কর্মীকে সম্বর্ধনা জ্ঞাপণ করা হয়- উত্তরীয়,ফুল ও জলযোগের প‍্যাকেট সহ।
দলের এই রূপ উদ‍্যোগে সম্মর্ধনা প্রাপ্ত সকলেই খুশী।তারা দলকে আগামী দিনে আরো সমৃদ্ধ ও মজবুত করার জন‍্য অঙ্গীকার করেন বর্তমান নেতৃত্বের সাথে থেকে। উপস্থিত ছিলেন বিধায়ক নেপাল ঘোড়ই, রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শৈলেন্দ্রনাথ সাঁই, রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনসার আলী খান, রায়না 1 সমিতির সভাপতি ও রায়না 2 সমিতির সভাপতি। সহ রায়না 1 সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মোস্তফা চৌধুরী ও রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION