দক্ষিণবঙ্গ

দরিদ্র মানুষের পাশে নজরুল স্মৃতি সংঘ

Wednesday, April 1, 2020

/ by krishaksetu Bangla

রায়না , পূর্ব বর্ধমান-----পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত উচালন গ্রাম পঞ্চায়েতের  প্রায়শই দেখা গেছে কোনো না কোনো ভাবে দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে বিশিষ্ট ব্যক্তিরা। সে কোন ক্লাবে হোক কিংবা কোন সংগঠন। এবার কালুই  গ্রামের দীন দুঃখী মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন কালুই নজরুল স্মৃতি সংঘের পক্ষ থেকে। এই পরিষেবাটি দেওয়ার জন্য তারা গ্রামের মোট ৬৫ টি দরিদ্র পরিবারকে বেছে নিয়েছেন বলে জানালেন শেখ রাজিব আলী বলে ক্লাবের সম্পাদক। প্রত্যেকটি পরিবারে তিন কেজি চাল, দেড় কেজি আলু এবং তার সঙ্গে আড়াইশো গ্রাম করে মুসুরির ডাল ,তেল বিতরণ করছেন ক্লাবের সদস্যরা। 


        এর আগেও নজরুল স্মৃতি সংঘ কে সাধারণ মানুষের পাশে গিয়ে দেখা গেছে। মাস্ক, স্যাভলন সাবান, হ্যান্ডওয়াশ দিয়ে সচেতন বার্তা পৌঁছে দিয়েছেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। যা বারবার উঠে এসেছে আমাদের কৃষক সেতুর ক্যামেরায়। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে একুশ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষের রুটিরুজি নেই বললেই চলে। এই মুহূর্তে সেই সব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন পঞ্চায়েত ও ক্লাবগুলি। এই দিন উপস্থিত ছিলেন উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান সেখ, ক্লাবের সভাপতিসহ সমস্ত সদস্যরা। শরীর অসুস্থ থাকার কারণে আসতে পারেননি প্রধান। কিন্তু তারা তাদের কর্মসূচি বেশ কিছুদিন পরপরই চালিয়ে যাবেন, যতদিন না এই লকডাউন  উইথড্র করে নেওয়া হচ্ছে।


Next Story Older Post Home

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION