দক্ষিণবঙ্গ

আমান ও একতা সম্মেলন উপলক্ষে জমিযেত উলামায়ে হিন্দের বর্ধমান এ সভা Purba Bardhaman

Wednesday, September 25, 2019

/ by krishaksetu Bangla


সফিকুল ইসলাম ( দুলাল),

বর্ধমান: আজ বর্ধমান এর ঐতিহাসিক বংশগোপাল টাউন এ  বর্ধমান জেলা জমিযেত উলামায়ে  হিন্দের তরফ থেকে এক প্রতিনিধি সম্মেলন হয়ে গেলো । এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও জমিযেত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মৌলনা সিদ্দিকুল্লা চৌধুরি ।তিনি এই সম্মেলনে বলেন জমিযেত সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই ।এন আর সির বিরুদ্ধে মতুয়া রা যে একসন কমিটি করেছে তাঁকে জমিযেত সমর্থন করবে ।জমিযেতের পুরানো ইতিহাস স্বাধীনতা আন্দলনে জমিযেতের ভুমিকা নিয়ে ব্যক্ষা করেন সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলছেন ভারত বর্ষের অন্যান্য অংশের মানুষের মত এই রাজ্যের মানুষ রা সঙ্কিত । জমিযেতের তরফ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে । এন আর সি হলে কারা ভারতীয় নাগরিক থাকবেন আর কারা বাদ যাবেন সেই নিয়ে জমিযেত সাধারন মানুষকে সচেতন করবে ।রাজ্য সরকারের প্রশংসা করে মানুষের পাশে থাকার বার্তা দেন ।এই অনুষ্ঠানে আরো অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন । বৌদ্ধ ধর্মের অরুণ জয়তী ভিক্ষু,সাহিত্যক পার্থ সেনগুপ্ত,কোলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচার পতি নুরে আলম চৌধুরী,জমিযেত এর রাজ্জ্য কমিটির সদস্য আব্দুস সালাম রহিমি ও রাজ্য সম্পাদক   মুফতি আব্দুস সালাম সহ জেলা জমিযেতের কর্তা সহ অগুনিৎ কর্মী রা উপস্থিত ছিলেন ।কর্মীদের উতসাহ উদ্দীপনা ছিলো  চোখে পড়ার মত ।
                   দূর্গাপুজো মেগা সেল ফ্লিপকার্টের, থাকছে আকর্ষনীয় ছাড়



আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়

আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION