দক্ষিণবঙ্গ

ভাতার স্টেট জেনারেল হসপিটাল হঠাৎ করে পরিদর্শনে গেলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।

Monday, September 23, 2019

/ by krishaksetu Bangla

পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রয়েছে ভাতার স্টেট জেনারেল হাসপাতাল। প্রতিদিনই গড়ে কয়েকশো মানুষ আউটডোর চিকিৎসায় আসেন ভাতার হসপিটালে। পাশাপাশি এই হাসপাতালের বেড সংখ্যা রয়েছে ৬০ টি। প্রতিটা বেডে প্রতিদিনই রোগী ভর্তি থাকেন। যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন, সেই সমস্ত রোগীরা কেমন অবস্থায় রয়েছেন, হসপিটালের পরিকাঠামো কেমন ,রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা, রোগীরা ভালো খাবার পাচ্ছেন কিনা, রোগীদের বাথরুম পায়খানা কেমন আছে, এই সমস্ত দেখার জন্য হঠাৎ করে হসপিটালে হাজির হন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল। তিনি গিয়ে প্রথমে দেখতে পান বাথরুমের জল ওয়ার্ডের ডুকছে, সঙ্গে সঙ্গে হসপিটালে  দায়িত্বে থাকা আধিকারিকদের কে তিনি বকাঝকা করতে থাকেন এবং তাদেরকে নির্দেশ দেয়া হয় এই অসুবিধা জানো এক সপ্তার মধ্যে ঠিক করে দেয়া হয়। পাশাপাশি ওয়ার্ডের জানলায় নেট লাগানোর নির্দেশ দেন, যাতে করে মশা বা অন্য কোন সরীসৃপ ঢুকতে না পারে।হসপিটালের প্রতিটি নালায় যাতে করে ব্লিচিং পাউডার ছড়ানো হয় সেই নির্দেশ তিনি দিয়ে যান।

 খুশি হসপিটালে থাকা রোগী ও রোগীর পরিবার। তারা ভাতার বিধানসভার বিধায়ককে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং আরো আর্জি জানিয়েছেন এইভাবে তিনি মাঝেমধ্যে হসপিটালে পরিদর্শনে যেন আসেন।

এক রোগীর পরিবারের সদস্য পাপাই পাসারি জানান,আমাদের বিধায়ক সুভাষ মন্ডল তিনি এসেছিলেন আজকে হসপিটালে পরিদর্শনে। আমরা হাসপাতালে যে এক্সরে মেশিন সেই এক্সরে মেশিনের দাবি জানায় ।উনি আমাদেরকে জানিয়েছেন খুব তাড়াতাড়ি এক্সরে মেশিন হসপিটালে বসানো হবে ।

বিধায়ক সুভাষ মন্ডল জানান, হসপিটালের পরিকাঠামো কেমন আছে সেটা দেখতে আজকে এসেছিলাম। পরিকাঠামো ঠিকই আছে। আগের থেকে প্রচুর মানুষ হসপিটালে আসছেন। তাই এত ভিড় ,খুব তাড়াতাড়ি স্টেট জেনারেল হাসপাতালে কাজ শুরু হয়ে যাবে। তাহলে বেড সংখ্যা বেড়ে 120 যাবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION