দক্ষিণবঙ্গ

উত্তর কলকাতার পুজোয় থিম সং গাইল চার দৃষ্টিহীন কিশোর-কিশোরী

Monday, September 23, 2019

/ by krishaksetu Bangla

মাম্পি, বাচ্চু, শুভঙ্কর আর স্বপন। ওরা কেউ অবশ্য রাণু মণ্ডলের মতো ইন্টারনেট সেনসেশন নয় যে তাদের গান শুনে হিমেশ রেশমিয়া মজে গিয়ে তাদের দিয়ে বলিউডের সিনেমায় গান গাওয়াবেন, এমন দূরাশাও তাদের নেই।
তবে এবার পুজোয় এই চার দৃষ্টিহীন কিশোর-কিশোরী চমক লাগিয়ে দিয়েছেন। উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে জগত মুখার্জি পার্কের নাম করা পুজোয় থিং গেয়েছে তারা।
এই চারজন দৃষ্টিহীন কিশোর-কিশোরী উত্তর কলকাতার সংবেদনের সঙ্গে যুক্ত। তাদের দিয়ে থিম সং করানোয় রীতিমতো খুশি উদ্যোক্তরা।
সংবেদনের তরফে সমিত সাহার কথায়,এরা আর পাঁচটা স্বাভাবিক ছেলেমেয়ের মতো নয়। এদের জীবনে ভালো মুহূর্ত খুবই কম আসে।এবার পুজোয় এইরকম কাজ করার সুযোগ পেয়ে ওরা ভীষণ খুশি।  

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION