দক্ষিণবঙ্গ

চলবে অতিরিক্ত ট্রেন, পুজোর দিনে পাশে আছে মেট্রো

Monday, September 23, 2019

/ by krishaksetu Bangla

পুজোর কটা দিন শহরবাসীকে আরও ভালো পরিষেবা দিতে এবারও সঙ্গে আছে কলকাতা মেট্রো। বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা।
মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই পরিষেবা চালু হবে ২ অক্টোবর চতুর্থী থেকেই। স্পেশাল এই পরিষেবা চালু থাকবে ১২ অক্টোবর চতুর্দশী পর্যন্ত।
লক্ষ্মীপুজোর দিন থেকে আবার আগের মতোই পরিষেবা দেবে কলকাতা মেট্রো।   
চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠী এই তিনদিন আপ ও ডাউন মিলিয়ে ২৮৪ টি ট্রেন চলবে। এই তিনদিন সকাল ৮টা থেকে দমদম ও কবি সুভাষ দুই প্রান্ত থেকেই পরিষেবা চালু করবে মেট্রো। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।
সপ্তমী, অষ্টমী ও নবমী এই তিনদিন আপ ও ডাউন মিলিয়ে ২৪৪ টি মেট্রো চলবে। দুই প্রান্ত থেকেই পরিষেবা চালু হবে দুপুর ১ টা থেকে। ও কবি সুভাষ দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো মিলবে ভোর ৪টেয়।
দশমীতে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩২ টি ট্রেন চলবে। দমদম ও কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা চালু হবে দুপুর ১টায়। দুই স্টেশন থেকেই শেষ পরিষেবা মিলবে রাত ১০টায়।
একাদশী থেকে চতুর্দশী পর্যন্ত প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬ টি ট্রেন। দমদম ও কবি সুভাষ থেকে মেট্রো চলবে সকাল ৬ টা ৪৫ থেকে। শেষ ট্রেন মিলবে রাত ১১টা ৫৫ মিনিটে।    
তবে সব মেট্রো নোয়াপাড়া পর্যন্ত যাবে না, আবার নোয়াপাড়া থেকে ছাড়বেও না।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION