দক্ষিণবঙ্গ

চন্দননগর পুলিশ কমিশনারেট পুজোর আর্থিক অনুদান তুলে দিলেন

Wednesday, September 25, 2019

/ by krishaksetu Bangla


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মেনে দুর্গা পুজো কমিটি গুলিকে হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ
শুরু হল, মঙ্গলবার চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ কর্মসূচি র সূচনা করেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, প্রথম পর্যায়ে এ দিন 30 টি পুজো কমিটির হাতে 25 হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেয়া হয়,
মহিলা পরিচালিত পুজো গুলির হাতে তুলে দেওয়া হবে 30000 টাকা, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোট বারোশো চটি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে, যার মধ্যে রয়েছে 79 টি মহিলা পরিচালিত পুজো।



আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়

আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION