দক্ষিণবঙ্গ

বর্ধমানে রেল সেতুর উদ্ধোধন নিয়ে বললেন সৌমিত্র খাঁ

Tuesday, September 24, 2019

/ by krishaksetu Bangla

            বর্ধমানে রেল সেতুর উদ্ধোধন নিয়ে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার প্রধানমন্ত্রী ও সুব্রত মুখোপাধ্যায়কে বাংলার রেলমন্ত্রী বলে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার পূর্ব বর্ধমানের বেড়ুগ্রামে দলীয় সভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রের প্রকল্প কেন্দ্রীয় সরকার উদ্ধোধন করবে আর রাজ্যের প্রকল্প উদ্ধোধন করবে রাজ্য সরকার। এটাই তো নিয়ম।৩০ তারিখে রেলমন্ত্রী বর্ধমানের রেল সেতুর উদ্ধোধন করবেন।অন্যদিকে তিনি বলেন রাজীব কুমার মমতার ঘরে লুকিয়ে আছে।সিবিআইয়ের উচিত মমতার বাড়িতে তল্লাশি করা। কিংবা তাকে খুন করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সৌমিত্র খাঁ।

                দূর্গাপুজো মেগা সেল ফ্লিপকার্টের, থাকছে আকর্ষনীয় ছাড়


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION