দক্ষিণবঙ্গ

সু স্বাস্থ্যের সবার আগে বাংলার স্বাস্থ্যসাথী

Monday, September 23, 2019

/ by krishaksetu Bangla
পূর্ব বর্ধমানের যেসব কেবল অপেরেটার আছেন তাদের মোট সংখ্যা ১০০৭ জন,এর মধ্যে ৮৩৭ টি স্বাস্থ্যসাথী কার্ড এই মুহূর্তে পৌঁছেছে।
আজ বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, ADM ও স্বাস্থ্যসাথীর অধিকারিকগন এদিন তিনজন কেবল অপেরটারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন, এহেন উদ্যোগে খুশী কেবল অপেরেটার,তাঁরা কার্ড হাতে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানান।

                   দূর্গাপুজো মেগা সেল ফ্লিপকার্টের, থাকছে আকর্ষনীয় ছাড়

অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সাস্থ্য দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের সরগ্ৰাম পঞ্চায়েতের সভাকক্ষে এদিন সাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হয়।সরগ্ৰাম পঞ্চায়েতের পুইনি গ্রাম,নসোনা গ্ৰামের ১৫০০জন দুঃস্থ মানুষদের সাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হয়। দুঃস্থ মানুষরা চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।  উপস্থিত ছিলেন সরগ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত হাজরা। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION