দক্ষিণবঙ্গ

বর্ধমানের সেরা পুজোগুলির এক ঝলক দেখে নিন ২০১৯

Sunday, September 22, 2019

/ by krishaksetu Bangla
বাঙালীর সবথেকে বড় উৎসবে দেবীর আগমনে বাঙালী এখন উৎসব মুখর। তবে মনের মধ্যে বিষাদও জমতে শুরু করেছে। উৎসবের শেষ মূহুর্তে তাই আনন্দে সামিল আট থেকে আশি সকলেই। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার বহু মানুষ এখন উৎসবে সামিল। পুজোয় কটা দিন একসঙ্গে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আনন্দ, হইহুল্লোড় তো আছেই। অনেকেই পুজোর কটা দিন প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ব্যস্ত থাকেন। কিন্তু সবার পক্ষে সব সময় তা সম্ভব হয় না।




লাল্টু স্মৃতি সংঘ মন্ডপ বর্ধমান শররের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল লাল্টু স্মৃতি সংঘের পুজো। এবারে লাল্টু স্মৃতি সংঘের মন্ডপটি একটি শষ্য গোলার আদলে তৈরি হয়েছে।

পদ্মশ্রী সংঘ মন্ডপ বর্ধমান জেলার সেরা মন্ডপ সজ্জার দিক থেকে এগিয়ে পদ্মশ্রী সংঘ। মন্দিরের আদলে এখালের মন্ডপটি তারি করা হয়েছে।

পদ্মশ্রী সংঘ মন্ডপ বর্ধমান জেলার সেরা মন্ডপ সজ্জার দিক থেকে এগিয়ে পদ্মশ্রী সংঘ। মন্দিরের আদলে এখালের মন্ডপটি তারি করা হয়েছে।

পদ্মশ্রী সংঘ মন্ডপ বর্ধমান জেলার সেরা মন্ডপ সজ্জার দিক থেকে এগিয়ে পদ্মশ্রী সংঘ। মন্দিরের আদলে এখালের মন্ডপটি তারি করা হয়েছে।







No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION