দক্ষিণবঙ্গ

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্নপদক দখলের লড়াইয়ে অমিত পাঙ্ঘাল

Sunday, September 22, 2019

/ by krishaksetu Bangla

প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন কুস্তীগির অমিত পাঙ্ঘাল।
এদিন পুরুষদের ৫২ কেজি বিভাগে রাশিয়ার সেকেন বিবোসিনোভকে ৩-২ পয়েন্টে পরাজিত করেন অমিত। এদিন অমিতের এই জয়ের পরেই স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার তরফে টুইট করে অমিতকে শুভেচ্ছা জানানো হয়।

শনিবার উজবেকিস্তানের শাকোবিদিন জৈরবের মুখোমুখি হবেন ভারতীয় খেলোয়াড় অমিত। তাঁর গলায় স্বর্ন পদক দেখার অপেক্ষায় গোটা দেশ।
এদিন অমিত ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেলেন ভারতীয় খেলোয়াড় মনিশ কৌশিক। পুরুষদের ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে কিউবার অ্যান্ডি ক্রুজ গোমেজের কাছে পরাজিত হলেও ব্রোঞ্জ জিতলেন মনিশ। এর আগে বাতারসুখীন চিনযোরিগকে পরাজিত করেন তিনি।
মনীশের ব্রোঞ্জ দখলের পর ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫ টি পদক পেল ভারত। মনীশের আগে যারা পদক পেয়েছিলেন –

  • ২০০৯ সালে পদক পান কুস্তীগির বিজেন্দর সিং,
  • ২০১১ সালে পদক পান বিকাশ কৃষাণ,
  • ২০১৫ সালে পদক পান শিব থাপা এবং
  • ২০১৭ সালে পদক পান গৌরব বিদুরি।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION