দক্ষিণবঙ্গ

প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ফল গাছের চারা তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

Sunday, September 22, 2019

/ by krishaksetu Bangla


নিজস্ব সংবাদদাতা – প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল ফল গাছের চারা। আজ কোচবিহারের ডাউয়াগুড়িতে ডাংধরার পাট তল্লিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে এই গাছের চারা বিলি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রায় ৬৫ টি ছাত্র ছাত্রীর হাতে ফলের চারা দেওয়া হয়।জানা গেছে আজ লেবু ও পেয়ারার চারা দেন। এরপরে লিচ ও আমলকি চারা দেওয়া হবে। জানা গেছে এই প্রাথমিক বিদ্যালয়েই ছোটবেলা পড়াশোনা করেছেন মন্ত্রী নিজেই।ছেলেবেলার স্কুলে গাছের চারা বিলি করতে এসে নস্টালজিক হয়ে পড়েন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।



নিজস্ব সংবাদদাতা –

আজ জলপাইগুড়িতে প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ৬৯তম প্রতিষ্টাতা দিবস উদযাপন অনুষ্টানের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় রবীন্দ্র নাথ ঘোষ মহাশয়। মন্ত্রীকে সামনে পেয়ে খুশি স্কুলের ছাত্র ছাত্রী ও সকল শিক্ষকেরা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION