স্থানীয় সূত্রে খবর এরুয়ার গ্রামের বাসিন্দা সেরিনা বিবি শা তার বাড়ির সামনে সজল ধারার জল আনতে গেলে তার প্রতিবেশী জিয়ার শেখ ও আনসার সেক এর সঙ্গে জল নিয়া নিয়ে ঝগড়া বাধে। সেরিনা বিবির হাতে কামড় বসিয়ে দেয় আনসার শেখ এবং তাকে ছাড়াতে গেলে সেরিনা বিবির শাশুড়ি আলিমা বিবি শা কে মেরে মাথা ফাটিয়ে দেয় অভিযোগ সিরিনা বিবির।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা আলিমা বিবি লিখিত অভিযোগ জানিয়েছে ভাতার থানায়।
সজল ধারার জল আনতে গিয়ে এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার মানুষজন।
পুলিশ সূত্রে খবর লিখিত অভিযোগ জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment