প্রতিনিধি বলরাম সাহা
যাত্রী তোলা নিয়ে দুই বাসের রেষারেষিতে ওভারটেক করতে গিয়ে লরির সঙ্গে ধাক্কা বাসের। জখম হয় এক মহিলাযাত্রী।সাত সকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান আরামবাগ রোডের মিতেপোতায়।আহর যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
যাত্রীদের অভিযোগ বর্ধমান থেকে বাসটি আরামবাগ যাচ্ছিল।বাঁকুড়া মোড় পার হতেই দুটি আরামবাগগামী বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়।দ্রুত গতিতে দুটি বাসই বেপরোয়া ভাবে ছুটতে থাকে। যাত্রীরা মানা করলেও বাসের চালক গতি কমায় নি।মিরেপোতা বাজারে ঢোকার সময় একটি আরামবাগমুখী লরিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা হয়।বাসের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।জখম হয় একজন যাত্রী।ক্ষুদ্ধ যাত্রীরা বাসের চালককেই দুর্ঘটনার জন্য দায়ী করেন।
No comments
Post a Comment