জিয়াগঞ্জে শিক্ষক খুনের প্রতিবাদে পথ অবরোধ প্রায় দু'ঘণ্টা। পথ অবরোধ হল জামালপুরে আঝাপুর মোড়ে। এদিন আজাপুর তিন মাথার মোড়ে আঝাপুর অঞ্চল বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষন পথ অবরোধ করা হয়। এই পথ অবরোধের মধ্য দিয়ে অবিলম্বে সপরিবারে শিক্ষক খুনে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে থমকে যায় যানবাহন। সৃষ্টি হয় যানজটের। দু ঘণ্টা অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। পুলিশ ঘটনাস্থলে ছিল।
জিয়াগঞ্জে শিক্ষক খুনের প্রতিবাদে পথ অবরোধ প্রায় দু'ঘণ্টা
জিয়াগঞ্জে শিক্ষক খুনের প্রতিবাদে পথ অবরোধ প্রায় দু'ঘণ্টা। পথ অবরোধ হল জামালপুরে আঝাপুর মোড়ে। এদিন আজাপুর তিন মাথার মোড়ে আঝাপুর অঞ্চল বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষন পথ অবরোধ করা হয়। এই পথ অবরোধের মধ্য দিয়ে অবিলম্বে সপরিবারে শিক্ষক খুনে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে থমকে যায় যানবাহন। সৃষ্টি হয় যানজটের। দু ঘণ্টা অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। পুলিশ ঘটনাস্থলে ছিল।
Subscribe to:
Post Comments (Atom)
loading...
No comments
Post a Comment