সফিকুল ইসলাম ( দুলাল)
জামিয়াতুল আইম্মা অল উলামা ( ইমাম ও উলামা পরিষদ ) - র উদ্যোগে শহর বর্ধমানের নবাবহাটে এক প্রকাশ্যে জনসভা আয়োজন করা হয় ।
উক্ত সভায় বর্ধমান জেলার সমস্ত ব্লক সহ আসে পাশের জেলা থেকেও মানুষ কাতারে কাতারে এই জন সভায় যোগদান করে ।
মাথার উপর সূর্যের প্রখর উত্তাপ কে উপেক্ষা করে মানুষ সুশৃঙ্খল ভাবে 4 ঘন্টা বসে আরো একবার প্রমান দিলেন যে মুসলমান সুশৃঙ্খল জাতি ।
সংগঠনের পক্ষে রাজ্য সম্পাদক হাফেজ সেখ সিদ্দিকুল্লাহ সাহেব 12 দফা দাবি রাখেন
এবং NRC এর নামে আগামীতে আরো বড়ো আন্দোলনের হুমকি দেন। সিদ্দিকুল্লা সাহেব বলেন কেন্দ্রের শাসক গোষ্ঠী মুসলিম দের সঙ্গে বি মাতৃ সুলভ আচরণ করছে । মুসলিম দের অধিকার ছি নিয়ে নেওয়া হচ্ছে । মব লিঞ্চিং করে মুসলিম দের হত্যা করা হচ্ছে । তিনি আরো বলেন এন আর সির নামে মুসলিম দের কে বিদেশি প্রতিপন্ন করার চেষ্টা চলছে । এই সব বন্ধ করার কথা বলেন না হোলে ব্যাপক আন্দলনের হুসিয়ারি দেন । কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাখেরুল সাহেব এন আর সি নিয়ে মানুষ কে সচেতন করেন এবং এর থেকে মানুষ কি ভাবে বাঁচবে তার ব্যক্ষা দেন ।এই প্রকাশসম্পাপ্রকাশ্য সভায় হাজার হাজার মানুষের উত্সাহের সঙ্গে যোগদান লক্ষ্য করা যায় ।ঙ্দ্কল্লাহ সাহেব , সভাটির সঞ্চালক ইজাজ মাহমুদ সাহেব । সভাপতিত্ব করেন মুফতি ইমদাদুল্লাহ সাহেব , এছাড়া উপস্থিত ছিলেন হাজি আসরফ,
No comments
Post a Comment