দক্ষিণবঙ্গ

লক্ষ্মীপূজো উপলক্ষে ভাতারের বিধায়ক সুভাষ মন্ডলের আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের বস্ত্র দান।

Monday, October 14, 2019

/ by krishaksetu Bangla

আমিরুল ইসলামের রিপোর্ট
পূর্ব বর্ধমান জেলার মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের গর্দনমারি গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।
ভাতার বিধানসভার বিধায়ক এর উদ্যোগে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সদস্য আনতম হেমরম, মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী সরেন সহ বিশিষ্ট ব্যক্তি জনেরা।

প্রায় 300 জন আদিবাসী মহিলাদের কে আজকে বস্ত্র দেয়া হয়।
ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল জানান দুর্গাপূজার সময় বিভিন্ন কারণবশত এখানে আসা হয়নি ।তাই লক্ষ্মী পূজা উপলক্ষে এখানের আদিবাসী মহিলাদেরকে বস্ত্র বিতরণ করা হলো।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION