দক্ষিণবঙ্গ

মহা ধুমধামে উদ্বোধন হল খেপি মায়ের পূজা।

Sunday, October 27, 2019

/ by krishaksetu Bangla


আমিরুল ইসলামের  রিপোর্ট
ভাতারের খেরুর গ্রামে  শতাধিক বছরের পুরাতন খেপি মায়ের পূজা আজকে শুভ সূচনা হলো ফিতে কেটে, শুভ সূচনা করেন সমৃত আশ্রম এর অধ্যক্ষ ব্রজকেশর চট্টোপাধ্যায়,,এছাড়া উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল ও ভাতার থানার পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি।

প্রথমে ফিতে কেটে উদ্বোধন হয় ,এরপর একটি শোভাযাত্রা বের হয়,শোভাযাত্রায় প্রায় 10 রকম বাজনা ও আদিবাসী নৃত্য ছিল। গ্রামে পরিক্রমা করে পুনরায় খেপি মায়ের মন্দিরে শেষ হয়। চারদিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ।গ্রামে বসে মেলা ।এই পূজাকে ঘিরে ভাতারের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আসেন। প্রশাসনের নজর রয়েছে সর্বদা। 

 ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল জানান, আমি প্রতিবছরই মায়ের পূজা দিতে এসেছি এখানকার মানুষদের কে আমি বার্তা দেবো শান্তির। পুজোর কটা দিন সকলের ভালোভাবে কাটুক।

পূজা উদ্যোক্তার রামপ্রসাদ ঘোষ জানান আজ খেপি মায়ের পূজার শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেনবর্ধমানের সমৃত আশ্রমের অধ্যক্ষ ব্রজকেশর চট্টোপাধ্যায় ।প্রতিবছর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের এই পূজাকে ঘিরে ।প্রচুর মানুষের সমাগম হয় আমাদের গ্রামে। প্রশাসন নজরদারির ব্যবস্থা করেন সকলকে ধন্যবাদ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION