তারাপিঠের তারা মাকে দর্শনের সাধ মিটছে পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামরক্ষী বাহিনী আয়োজিত কালি পুজোয় । হবহু বামাখেপা ও তারাপিঠের তারা মা সাজে সেজে এখানকার পুজো প্রাঙ্গনে আসা দর্শনার্থিদের মন জয় করনিয়েছেন দুই শিল্পী । বামাখেপা সেজেছেন শিল্পী প্রশান্ত বিশ্বাস ও তারা মা সাজে সেজেছেন শল্পী ষষ্ঠি বিশ্বাস । এদিন সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষ বামাখেপা ও তারা মা রুপি মানব মূর্ত দেখতে পুজো প্রাঙ্গনে প্রচুর মানুষ ভিড় জমান।
No comments
Post a Comment