দক্ষিণবঙ্গ

আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গলসী ১ নং ব্লকের শিড়রাই গ্রাম

Thursday, October 10, 2019

/ by krishaksetu Bangla

পূর্ব বর্ধমান:- আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গলসী ১ নং ব্লকের শিড়রাই গ্রাম। ঘটনায় গুরুতর জখম একজন। আহত আরও একজন। গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা নাসিরুউদ্দিন মল্লিক এদিন সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে ট্রাক্টর নিয়ে মাঝের পাড়া যাচ্ছিলেন। ট্যাক্টরে ছিল তার চার বছরের শিশু ফরিজউদ্দিক।

 ওই সময় তৃণমূলের কয়েকজন দুস্কৃতী লাঠি টাঁঙি রড বল্লম নিয়ে তার উপর চড়াও হয়। নাসিরুদ্দিনে বাঁচাতে এসে আক্রান্ত হয় পাড়ার ছেলে সেখ হাফিজুল হক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে নাসিরুদ্দিনের অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। জখম নাসিরুদ্দিন মল্লিক, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেও মুখে কুলুপ এঁটেছে সেখ হাফিজুল হক। এই বিষয়ে কোনো কথা বলতে চাননা তৃণমূল নেতৃত্ব।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION