প্রতিনিধি সেখ আব্বাস আলি
পূর্ব বর্ধমান:- ভাতাড় মাহাতা 2 নং পঞ্চায়েতের ঝর্ণা আম ডাঙ্গায় বিজেপি বুথ সভাপতি মহানন্দ সরকার বাড়ির পিছনে একটি মাটি হাঁড়ির মধ্যে বেশ কয়েকটি তাজা বোমা পাওয়া যায়,ঘটনা স্থলে ভাতার থানার পুলিশ।
বাড়ির সদস্যরা জানান বেশকিছুদিন আগে শ্মশানের গাছ কাটা নিয়ে প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা মহানন্দ সরকার,কার্যত চক্রান্ত করে ফাঁসানোর একটি পরিকল্পনা শাসক দলের। পাশাপাশি এও বলেন তাঁরা কিছুই জানেন না হঠাৎ করেই গ্রামে পুলিশ ঢুকে সরাসরি আমাদের বাড়িতে চলে আসে এবং যেখানে বোমা রাখা হয়েছে সেখানেই,পুলিশ কি করে জানলো ঠিক ওই জায়গায় বোমা রাখা রয়েছে, প্রশ্ন বিজেপি নেতা মহানন্দ এর পরিবারের। আপাতত ভাতার থানার পুলিশ সেখানে মোতায়েন রয়েছে।
No comments
Post a Comment