কদিন আগেই পেরিয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তারপর কেটেছে লক্ষ্মী পুজো বাড়তে শুরু হয়েছে আলুর দাম। সোমবার পর্যন্ত আলুর দাম ছিল ১৩_১৪ টাকা। তা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬ থেকে ১৯ টাকা। পেঁয়াজ ও টমেটোর মত আলুর দাম ঊর্ধ্বমুখী দক্ষিণ দামোদর এলাকায়। দক্ষিণ দামোদর এলাকার মানুষ জন জানিয়েন আলু কে নিয়ে একটি কালোবাজারি চলছে যা নিয়ন্ত্রণ করছে বড়ো বড়ো ব্যবসাদার রা। এতে বৃদ্ধি পাচ্ছে সবজির দাম।
আরো পড়ুন - লক্ষ্মী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাতারে।
তাদের মতে এই সময় ৯ থেকে ১০ টাকা হওয়া উচিত ছিল আলুর দাম দেখা যাচ্ছে চড়া দামে বিক্রি হচ্ছে আলু। এতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ব্যবসাদাররা জানায় পুজোর সময় সমস্ত স্টোর বন্ধ থাকায় কিছু মানুষ আলুটি বেশি দামে বিক্রি করছে আমাদের। সেই কারণে আলুর দাম ঊর্ধ্বমুখী তবে কালীপুজোর আগে ই আলুর দাম নিম্নমুখী হবে বলে জানান।




বাংলার মাঝে, খবরের খোঁজে
No comments
Post a Comment