দক্ষিণবঙ্গ

অযোধ্যা মামলার রায়দানের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয় বর্ধমান স্টেশানে ।

Saturday, November 9, 2019

/ by krishaksetu Bangla
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান  ৯ নভেম্বর 
যোধ্যা মামলার  রায় ঘোষনার প্রাক্কালে শনিবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বর্ধমান স্টেশনে।শুক্রবার বিকালে রেল ওভারব্রিজে যাত্রীদের হুড়োহুড়িতে ১১ জনের পদপিষ্ট হবার ঘটনার ও এদিন  ছিল অযোধ্যা মামলার রায়দান।এই সবকিছুকে  সামনে রেখে  এদিন বর্ধমান স্টেশানের প্রতিটি পয়েন্টে মোতায়েন রাখা ছিল নিরাপত্তা বাহিনী । স্টেশান চত্ত্বরে আরপিএ ও জিআরপির বিশেষ বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।কোন রকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া  হয়েছে  বলে স্টেশান কর্তৃপক্ষের কথায় জানাগেছে।এদিন রেল ওভারব্রিজে যাত্রী হুড়োহুড়ি আটকাতেও রেল পুলিশের কর্তাদের অতি সক্রীয় ভূমিকায় দেখা যায়। 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION