ট্রেন ধরার জন্য নামবার এবং ট্রেন থেকে নেমে ফুট ব্রিজে ওঠবার সময় ব্যাপক হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হলেন এক ব্যক্তি। পাশাপাশি টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কম বেশি প্রায় 11 জন আহত হলেন। শুত্রুবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমান রেল স্টেশনের চার ও পাঁচ নং প্লাটফর্মের ফুট ব্রিজে ওঠার সিঁড়িতে। জিআরপি এবং আরপিএফ আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনায় স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, কয়েকমাস আগে বর্ধমান স্টেশনের ফুটব্রিজ গুলির ওপর চাপ কমাতে যন্ত্রচালিত সিঁড়ি (এক্সকেলেটার) বসানো হয়। কিন্তু চালু হওয়ার কিছুদিন পরই সেটি বিকল হয়ে পড়ে। জানা গেছে, এখনও যান্ত্রিক ত্রুটির কারণে চলমান এই সিঁড়ি বন্ধই পরে আছে। চলছে মেরামতির কাজ। স্বাভাবিকভাবেই একসঙ্গে দু তিনটে ট্রেন প্লাটফর্মে চলে এলে বা ট্রেন ছাড়ার সময় হয়ে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে ফুটব্রিজ গুলি দিয়ে ওঠা নামা করতে শুরু করেন। আর এতেই প্রায়ই ঘটছে বিপত্তি বলে এদিন বহু যাত্রী অভিযোগ করেছেন। ঘটনার পর খবর পেয়ে আহতদের খোঁজ নিতে হাসপাতালে দেখতে যান স্টেশন সুপারিনটেনডেন্ট স্বপন অধিকারী।
উল্লেখ্য, কয়েকমাস আগে বর্ধমান স্টেশনের ফুটব্রিজ গুলির ওপর চাপ কমাতে যন্ত্রচালিত সিঁড়ি (এক্সকেলেটার) বসানো হয়। কিন্তু চালু হওয়ার কিছুদিন পরই সেটি বিকল হয়ে পড়ে। জানা গেছে, এখনও যান্ত্রিক ত্রুটির কারণে চলমান এই সিঁড়ি বন্ধই পরে আছে। চলছে মেরামতির কাজ। স্বাভাবিকভাবেই একসঙ্গে দু তিনটে ট্রেন প্লাটফর্মে চলে এলে বা ট্রেন ছাড়ার সময় হয়ে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে ফুটব্রিজ গুলি দিয়ে ওঠা নামা করতে শুরু করেন। আর এতেই প্রায়ই ঘটছে বিপত্তি বলে এদিন বহু যাত্রী অভিযোগ করেছেন। ঘটনার পর খবর পেয়ে আহতদের খোঁজ নিতে হাসপাতালে দেখতে যান স্টেশন সুপারিনটেনডেন্ট স্বপন অধিকারী।
No comments
Post a Comment