প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২২ নভেম্বর
খণ্ডঘোষের কেশবপুর মণ্ডলের বিজেপি সভাপতি অরুপ ভট্টাচার্য এদিন বলেন , সম্প্রতি রায়নার সেহারাবাজারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের জনসভা অনুষ্ঠিত হয় । সেই জনসভায় মানুষের ঢল নেমেছিল । খণ্ডঘোষের বহু মানষও ওই জনসভায় যোগ দিয়েছিলেন । বিজেপির জনসভায় জনজোয়ার দেখে খণ্ডঘোষের তৃণমূলের নেতাদের রাতের ঘুম ছুটেযায় । এরপর থেকেই তৃণমূল নেতৃত্ব পরিকল্পনা করে খণ্ডঘোষে সন্ত্রাস কায়েম করে চলেছে । পরিকল্পনা মাফিক তৃণমূলের লোকজন গত ৪ নভেম্বর রাতে আগুন লাগিয়ে দিয়েছিল কেশবপুরের বিজেপি কার্যালয়ে । আগুনে পুড়ে ভস্মিভূত হয়েযায় ওই কার্যালয়টি ।এরপর ফের বৃহস্পতিবার গভির রাতে দুবরাজহাট এলাকায় থাকা মাটির দেওয়াল ও খড়ের চালার বিজেপি কার্যালয়ে আগুন লাগিয়ে দিল তৃণমূলের লোকজন । এখানকার গোটা পার্টি অফিসটিও আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েগেছে ।
অরুপ বাবু বলেন , আগুন ছড়িয়ে পড়ায় পার্টি অফিস লাগোয়া এক গৃহস্থের খামার বাড়িও পুড়ে ভস্মিভূত হয়েগেছে । ওই গৃহস্থ পরিবারের বধূ সরস্বতী দাস জানিয়েন , তাঁদের খামার বাড়িতে চাষের যন্ত্রপাতি সহ অন্যান যাকিছু ছিল সব আগুনে পুড়ে নষ্ট হয়েগেছে । ক্ষতিপুরণের দাবি করেছেন বধূ সরস্বতী দাস ।আগুন লাগানোর ঘটনায় জড়িত তৃণমূলের লোকজনের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে বিজেপি নেতা অরুপ ভট্টাচার্য এদিন হুঁশিয়ারী দিয়েছেন ।
খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম এদিন বলেন , ‘বিজেপি মিথ্যা আভিযোগ করছে । কোন রাজনৈতিক দলের কার্যালয় পোড়ানোর কালচার তৃণমূলে নেই । আর যে রাজনৈতিক দল দেশটাকে দেউলিয়া করেদিচ্ছে , দেশের মানুষকে দেশছাড়া করতে চাইছে তাদের নিয়ে রাজ্যের মানুষের কোন মাথা ব্যাথাও নেই । তৃণমূলেরও মাথা ব্যাথা নেই । অপার্থিব বাবু পাল্টা দাবি করে বলেন , গোষ্ঠিদন্দে জড়িত বিজেপি নেতারাই এখন একে অপরের দলীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছে । আর দোষ চাপাচ্ছে তৃণমূলের নামে । খণ্ডঘোষের মানুষ বিজেপির এইসব অপকর্ম সন্মন্ধে ওয়াকিবহাল রয়েছেন । আগামী দিনে খণ্ডঘোষের মানুষ বিজেপির এই ঘৃণ্য রাজনীতির যোগ্য জবাব দেবে ।
No comments
Post a Comment